West Bengal Krishak Bandhu Status Check Online 2023– পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত বেশ কয়টি প্রকল্পের মধ্যে একটি হলো কৃষক বন্ধু প্রকল্প (WB Krishak Bandhu Prakalpa). এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর দ্বারা রাজ্যের কৃষকদের জন্য রবি এবং খারিফ শস্য চাষের পূর্বে কৃষির ক্রয় এর উপকরণ যেমন বীচ,সার ইত্যাদির জন্য প্রতিবছর দুই কিস্তিতে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা করা হয়. এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সর্বোচ্চ 10000 টাকা এবং সর্বনিম্ন 4000 টাকা পান. টাকার পরিমাণ নির্ভর করে চাষীদের জমির পরিমাণের ওপর. তবে মোটের উপর আপনার যদি এক একরের বেশি চাষযোগ্য জমি থাকেতবে আপনি দুই কিস্তিতে 10,000 টাকা এবং 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে 4,000 টাকা পাবেন.
আপনি হয়তো এই প্রকল্পে আবেদন করেছেন বা করবেন. তবে আবেদন করার পূর্বে আপনার কিছু শর্তাবলী জেনে রাখা উচিত যেমন, কারা এই প্রকল্পের টাকা পাবেন, কত পরিমাণ জমির প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, অনলাইন আবেদন করা সম্ভব কিনা। সেজন্য আমরা আলোচনা করব এই প্রকল্পের টাকা দেওয়া কবে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে এবং আবেদন করার পর কিভাবে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন.
পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্প 2023
কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ দ্বারা সংগঠিত একটি প্রকল্প যার আওতায় সরকার রাজ্যের কৃষকদের চাষাবাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে. এই প্রকল্পে আবেদন করে আবেদনকারী কৃষকরা দু ধরনের সুবিধা লাভ করেন, সুনিশ্চিত আয় প্রকল্প এবং মৃত্যুজনিত সহায়তা প্রকল্প. সরকার কৃষকদের জমির অনুপাত হিসেবে কৃষকদের সার, কীটনাশক, বীজ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করে. এই প্রকল্পের টাকা নভেম্বর এবং জুন মাসে দুই কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়. যে সব কৃষকের জমি 1 একর বা তার বেশি তারা বছরে দুইবার রবি ও খরিফ ফসল চাষের শুরুতে দুটি কিস্তিতে মোট 5,000 টাকা পান, তবে রাজ্য সরকার বর্তমানে এই কিস্তির টাকা বাড়িয়ে 10,000 টাকা করেছে. পাশাপাশি যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একরের কম ন্যূনতম ২০০০ টাকা পান যা বাড়িয়ে বর্তমানে ৪০০০ টাকা করা হয়েছে.
WB Krishak Bandhu Prakalpa 2023 Overview
প্রকল্পের নাম | পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু Krishak Bandhu Prakalpa |
কর্তৃপক্ষ | পশ্চিমবঙ্গ সরকার |
বিভাগ | Govt. of West Bengal Department of Agriculture |
টাকার পরিমান | 4000-10000 টাকা |
জমির পরিমান | ১ একরের বেশি |
Krishak Bandhu Death Benefit | 2 Lakh rupees |
আবেদন পক্রিয়া | BDO, পৌরসভা, দুয়ারে সরকার |
Krishak Bandhu new form PDF | Given below |
শুরু করা হয়েছে | 2019 সালে |
Helpline No | 8597974989 |
Help Desk | [email protected] |
Website | www.krishakbandhu.net |
কৃষক বন্ধু প্রকল্প স্টেটাস চেক করার নিয়ম
কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাস চেক করার নিয়ম খুবই সহজ ভোটার আইডি কার্ড নম্বর ব্যবহার করে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন. স্ট্যাটাস চেক পেজে আপনার যে সমস্ত তথ্য থাকবে সেগুলি হল,
- AKD ID
- KD ID
- Aadhar Number
- Farmer Name
- District/Block
- Gram Panchayat/Village name
- Total land (in area)
- Application Status
- Transaction or Payment Status

Krishak Bandhu Payment Status Check Online 2023 | কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার পদ্ধতি
পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্পের নতুন এবং পুরানো কৃষকদের জন্য সুখবর। এখন আপনি ঘরে বসে আপনার মোবাইলে আপনার আবেদনের কৃষক বন্ধু status চেক করতে পারেন। এই প্রকল্পের জন্য আবেদন করার পরে, আপনার আবেদন পত্রটি ভেরিফাই হয়েছে কিনা বা প্রকল্পের টাকা কখন পাবেন তা জানতে পারবেন WB Krishak Bandhu Status Check করে। আপনি শুধুমাত্র আপনার ভোটার কার্ড নম্বর দিয়ে আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারেন। আমরা নিচে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে এবং কোন ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করতে হয়।
- কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://krishakbandhu.net ভিজিট করুন.
- এবার নথিভুক্ত কৃষকের তথ্য বিকল্পে ক্লিক করুন.
- আপনার ভোটার আইডি কার্ড নম্বর দিন এবং ক্যাপচা পূরণ করুন.
- এরপর সার্চ বাটনে ক্লিক করুন.
- পরবর্তী পেজে আপনি আপনার বর্তমান application status এবং payment status check করতে পারবেন.
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন প্রক্রিয়া, অনলাইন আবেদন সম্ভব?
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে, কৃষকদের প্রথমে এই প্রকল্পে আবেদন করতে হবে. এই প্রকল্পে অনলাইন আবেদন করার প্রক্রিয়া এখনও পর্যন্ত সক্রিয় করা হয়নি. আপনি তিনটি উপায়ে এই স্কিমে আবেদন করতে পারবেন.
- আবেদনকারী কৃষকরা আবেদনপত্রটি পূরণ করে নিকনবর্তী BDO বা মহকুমা অঞ্চল অফিসে জমা দিয়ে এই প্রকল্পের জন্য নিবন্ধন করতে পারেন।
- আপনি যদি পৌরসভা (মিউনিসিপ্যাল) এলাকার বাসিন্দা হন, তাহলে আপনি নিকটস্থ পৌর প্রশাসকের অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন.
- তবে ২০২২ সালে রাজ্য সরকার অনুমোদিত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনি কৃষক বন্ধু প্রকল্পে সহজেই আবেদন করতে পারবেন. রাজ্য সরকার প্রতি বছর তিনবার দুয়ারে সরকারি ক্যাম্প পরিচালনা করে।
West Bengal Krishak Bandhu Kyc Aadhar Link Process
আপনি যদি PM Kishan-এর ফর্ম পূরণ করে থাকেন তাহলে আপনাকে নিশ্চয়ই জানবেন যে PM Kishan-এ Ekyc ছাড়া আপনি কিস্তির পরিমাণ পাবেন না। কৃষকবন্ধু প্রকল্পে এবার Kyc অর্থাৎ আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। 2019 সালে, যারা Krishak Bondhu Form পূরণ করেছেন তাদের জন্য, সেই সময়ে আধার লিঙ্ক বাধ্যতামূলক ছিল না, শুধুমাত্র ভোটার কার্ড জমা দিয়ে আবেদন গ্রহণ করা হয়েছিল।
সেই সময়ে ভোটার কার্ড বাধ্যতামূলক ছিল এবং সরকারি ফটো আইডি হিসাবে আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট/প্যান কার্ডের মতো এই পরিচয়পত্রগুলির যেকোনো একটির সাথে আবেদনপত্র গ্রহণ করা হত। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ কৃষকবন্ধু নতুন প্রকল্পে আবেদন করার সময় আধার কার্ড বাধ্যতামূলক করেছে। 2022-23 সালে, কৃষকবন্ধু প্রকল্পের জন্য আবেদন করার জন্য আধার এবং ভোটার কার্ড উভয়ই আপনাকে জমা দিতে হবে।
কিন্তু যারা 2022 সালের আগে কৃষকবন্ধু প্রকল্পে আবেদন করেছেন এবং যারা এই প্রকল্পের কিস্তির টাকা পেয়েছেন তারা কীভাবে আধার কার্ড লিঙ্ক বা eKyc আপডেট করবেন। সেই সময়ে যে সমস্ত কৃষকরা তাদের আধার কার্ড জমা দিয়েছেন তাদের আর আধার লিঙ্ক করার দরকার নেই। যাইহোক, যারা পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড জমা দিয়েছেন তাদের জন্য আধার কার্ড লিঙ্ক করা অপরিহার্য, অন্যথায় তারা এই স্কিমের টাকা পাবেন না। Ekyc করতে, আপনি নিকটস্থ কৃষি দপ্তরে আধার কার্ড এর জেরক্স এবং অরিজিনাল ডকুমেন্ট নিয়ে সেখান থেকেই আধার কার্ড যুক্ত করতে পারবেন।
কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেলে আপনি কি করবেন?
প্রথমত, আপনি আপনার আবেদনের স্ট্যাটাস চেক করুন। আপনার অ্যাকাউন্ট অবৈধ হলে, আধার কার্ড এবং প্রয়োজনীয় নথি নিয়ে BDO অফিসে যান। তাহলে আপনার কিস্তি সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরও যদি আপনার একাউন্টে টাকা না আসে তাহলে একটু অপেক্ষা করুন। কারণ একবারে সব কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা সম্ভব নয়। তবে প্রতিদিন কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে, টাকা প্রক্রিয়াকরণে খানিকটা বিলম্ব হতে পারে, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
কৃষক বন্ধু প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিপত্র
Krishak Bandhu (Natun) প্রকল্পে আবেদনের জন্য কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলি হল,
- Voter ID Card
- Aadhar Card
- Bank Passbook
- Farmer’s Photo
- Land deed (জমির পর্চা)
- Khatian
Krishak Bandhu (Natun) Prakalpa Useful Links
Portal | Krishak Bandhu dot Net |
Status Check | Check Online Applications and Payment Status |
PDF Form Bengali | Krishak Bandhu Form 2023 Application Download PDF |
কৃষকবন্ধু প্রকল্প সম্পর্কিত প্রশ্নাবলী
এই প্রকল্পের টাকা দুই কিস্তিতে নভেম্বর এবং জুন মাসে দেওয়া হয়.
নিকটবর্তী BDO অথবা কৃষি দপ্তরে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন তবে এর আগে একবার স্টেটাস চেক অবশ্যই করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট krishakbandhu.net থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন এছাড়া আপনি উপরে উল্লিখিত PDF লিঙ্ক ব্যবহার করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি কৃষক বন্ধুর ফার্মার লিস্ট চেক করতে পারবেন।